পানি কেন খাবেন? জেনে নিন বিস্ময়কর ১০ গুণ

বেশি পরিমাণে পানি পান শরীরকে সুস্থ রাখে। একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের দাবি অনুযায়ী আয়ুর্বেদেই বলা আছে, কোন সময়ে কতটা পানি পান করলে আপনার শরীরে ঠিক কী কী উপকার হয়—



১. খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে। এর ফলে হজমশক্তি বাড়বে।
২. খাবার খাওয়ার মাঝে দু’ঢোক পানি পান করলে খাবার ভাল হজম হয়।
৩. গোসল করার আগে এক গ্লাস পানি খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।
৪. চা অথবা কফি পান করার আগে এক গ্লাস পানি খেলে অ্যাসিডিটি হবে না।
৫. ব্যায়াম করার ১০ মিনিট আগে এক গ্লাস পানি পান করলে এনার্জি বজায় থাকবে।
৬. ব্যায়াম করার ২০ মিনিট বাদে ২ গ্লাস পানি খেলে শরীরের আর্দ্রতা বজায় থাকবে।
৭. সন্ধ্যার সময় নাস্তা খাওয়ার আগে এক গ্লাস পানি পান করলে পেট বেশি আইঢাই করবে না।
৮. টেনশনের সময় এক গ্লাস পানি পান করলে অনেকটাই রিল্যাক্সড লাগবে।
৯. ঘুমানোর আগে এক গ্লাস পানি পান করলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে।
১০. সকালে ঘুম থেকে উঠে দুই গ্লাস পানি পান করলে শরীরে বর্জ্য পদার্থ বেরিয়ে আসতে সাহায্য করবে।
Share on Google Plus

About Unknown

0 মন্তব্য(গুলি):

Post a Comment

SD ONLINE NEWS