কালের সাক্ষী কুলাউড়ার পৃথিমপাশাজমিদার
বাড়ি. ইতিহাস আর ঐতিহ্যে টইটম্বুর এক জনপদ সিলেট। সিলেটের রয়েছে
নৈসর্গিক প্রকৃতিক সৌন্দর্য,রয়েছে বৃটিশ ও জমিদারী আমলের দৃষ্টিনন্দন
স্থাপত্যকীর্তি। জমিদারী আমলের স্মৃতি বিজড়িত এরকম এক ঐতিহাসিক এবং অপূর্ব
স্থাপনার নাম
সিলেটের পৃথিমপাশাজমিদার বাড়ি।
প্রায় দুইশ' বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে টিকে আছে কুলাউড়ার পৃথিমপাশাজমিদার
বাড়ি (নবাব বাড়ি)। মৌলভীবাজার জেলা সদর থেকে প্রায় ৪৭ কিলোমিটার পূর্বে
এই জমিদার বাড়ির অবস্থান। জমিদার বাড়ির কারুকার্যময় আসবাবপত্র, মসজিদের
ফুলেল নকশা, ইমামবাড়া, সুবিশাল দীঘি যে কাউকে আকৃষ্ট করতে যথেষ্ট।
কিভাবে যাওয়া যায়: